যাচ্ছি চলে তোমায় ভালোবেসে কলমে জামিল খান
যাচ্ছি চলে তোমায় ভালোবেসে জামিল খান চলে যাচ্ছি ফিরবো না আর তোমার মনের আকাশে আসবো না আর। জানি কোন এক পড়ন্ত বিকেলে কিংবা কোন এক কুয়াশায় ডাকা সকালে থাকবো না আর দাড়িয়ে তোমার ই অপেক্ষায়। হারানো দিন গুলোর কথা ভেবে হয়তো মিস করবো তোমাকে,হারিয়ে যাব ভাবনার ভীড়ে। খুঁজে ফিরবো হাজারো স্মৃতি নিয়ে, তবু আজ চলে […]









