কৃতজ্ঞতা কলম মুহম্মদ এহেদী হাসান || বাংলা কবিতা
কৃতজ্ঞতা মুহম্মদ এহেদী হাসান যে আমারে করলো সৃজন এত সুন্দর করে লক্ষ-কোটি প্রসংশা আজ মহান প্রভুর তরে। যে মানুষদ্বয় এই ধরাতে মিলেছিলো বলে আজকের আমি জন্মেছিলাম চলি সকল দলে। সেই মানুষদের কৃতজ্ঞতা জানাই সদা আমি কারণ আমার বাবা আর মা সবার চেয়ে দামি যে নারীটা গর্ভে তাহার রেখেছিলো মোরে মায়ের তরে সালাম জানাই আমি অনেক […]