ভুবন গড়ি কলমে আরমান খাঁন ছামির
ভুবন গড়ি আরমান খাঁন ছামির আমরা যারা নবীন কিশোর অসীম সাহস বুকে তারুণ্যের ঐ দীপ্তি সবার স্বপ্ন চোখে মুখে। আছে যাদের বিশ্ব জয়ের স্বপ্ন আশা ঢের উঠবে জেগে নতুন করে দেখবে ধরা ফের। স্বপ্ন বোনা পথিক সে যে হার মানে না কভু, জয়ের নেশায় চলে পথ.. হাজার বাধা তবু। অলসতা নেইকো তাদের পথচলা যে নিরন্তর.. […]