কবিতা ধর্ষিতা কলমে আমাতুল্লাহ খাদিজা খুশি
ধর্ষিতা আমাতুল্লাহ খাদিজা খুশি আজ আমি নারী বলে হচ্ছি কেন ধর্ষিত? আমি কি নই ধর্ষকের কাছে মা-বোনের মত সম্মানিত। ধর্ষক তা বোঝেনা কখনো খোঁজে তার স্বার্থ, স্বার্থ তার ফুরিয়ে গেলে হয়ে যাচ্ছি ঘৃনিত। দিগন্তের ঐ বিশাল আকাশের মত আমার ছিল কত শত যে স্বপ্ন, ঘৃনিত এই ধর্ষিতা সমাজে স্বপ্ন দেখা কি আমাদের সাজে? সমাজে নেই […]