বিক্রিত দেশ কলমে আতিয়া মাহজাবিন
বিক্রিত দেশ আতিয়া মাহজাবিন স্বাধীনতা সে তো হারিয়ে গেছে পলাশির প্রান্তরে, তবু লোকে গর্বে বুক ফুলিয়ে বলে, তারা নাকি স্বাধীন দেশে বাস করে । কি করে বোঝাই তাদের, কি করে বোঝাই, স্বাধীনতা হারিয়ে গেছে কো, ফেরে নি তো সে আর ! অতঃপর ওরা যতবার বলেছে, পেয়েছি স্বাধীনতা, জেনে রেখো, ওটা স্বাধীনতার মুখোশে লুকোনো পরাধীনতা । […]