ভক্তের তরে প্রণয়ের চিঠি || রাইমানুর ইমা
ভক্তের তরে প্রণয়ের চিঠি কলমে রাইমানুর ইমা। হে কদম পুষ্প, কবির প্রণয়ের সিন্ধুক তোমাকে নিবেদন করছে। সেদিন প্রবল ব্যস্তময় শহরের সকল চঞ্চলতাকে পরাজিত করে অষ্টরাস্তার মোড়ে দাঁড়িয়ে কবি প্রাণ তোমায় বিনীত অনুরোধ জ্ঞাপন করেছিল, তোমার মাঝে বিভোল করতে। চেঁচিয়ে আর্তনাদ করেছিল কবি প্রেমে নিজেকে নাভুলাতে। তুমি কবি প্রাণের সেই আকুতিকে স্বাগত জানিয়ে দিয়েছো যথার্থ সম্মাননা। […]