নীল আকাশের বুকে চিঠি
আসসাামুআলাইকুম কেমন আছো আসা করছি তুমি খুব ভালো আছো আল্লাহ তোমায় খুব ভালো রেখেছে। তুমি আছো বহু দূরে আল্লাহ ওপর ভরসা রেখে, তোমায় রেখেছি ভাগ্যের ওপর ছেড়ে। প্রিয় আমাদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ হলেও দুইজন দুইজনের কে খুব ভালোবেসেছিলাম। সব সম্পর্কের থেকে আমাদের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা ছিল। আমাদের ভালোবাসা হয়েছিল দুইজন দুইজনকে না দেখেই। অদ্ভুত ভাবে আমাদের ভাবনা চিন্তা গুলো মিলে যেতো। আমাদের সম্পর্কের কয়েক মাস যাওয়ার পর তুমি বললে যে আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছে সেই আল্লাহ ওপর আমাদের ভালোবাসা ছেড়ে দিলাম। আমাদের ভাগ্য এক সাথে পথ চলা থাকলে হালাল ভাবে চলবো হারাম ভাবে না। আমরা দুইজন জিনা থেকে দূরে থাকবো। এই বলে আমার কাছে ক্ষমা চেয়ে চলে গেলে। দুইজন দুইজন কে অনলাইন দেখেও মেসেজ করা হয়না আল্লাহ ভয়ে। এই ভাবে আমাদের দুই বছর কেটে গেলো। কাল কোরবানি তোমার পোস্ট দেখে বুঝলাম এই মাসে তুমি বাড়ি আসছো। এই দুই বছরের ব্যবধানে কি তুমি আমায় সত্যি কি ভুলে গিয়েছ নাকি এখনো আগের মতো ভালোবাসো। শুধু তোমার অপেক্ষায় এই দুই বছর বাড়িতে বিয়ের চাপ দিয়েছিল বহু বার, তোমার অপেক্ষায় তোমার ভালবাসায় এখনো অপেক্ষা করে আছি আমি। তোমায় চিঠি দিতে পারব না বলে নীল আকাশের বুকে চিঠি লিখলাম, যদি কখনও এই চিঠি পাও সেই আসায়। ভালো থেকো, নীল আকাশে বুকে চিঠিটা উড়িয়ে দিলাম।
ইতি
তোমার জন্য বহু দিনের অপেক্ষায় থাকা এক প্রেমিকা নারগিস
মুর্শিদাবাদ ভারতবর্ষ