
প্রিয়তমা
উম্মি হুরায়েরা বিলু
ভালোবাসো বলে দিও 
ও প্রিয়তমা,
ভুল যদি করি আমি 
করে দিও ক্ষমা।
বলবো তোমায় আমি 
কথা আছে জমা,
ভালোবাসো বলে দিও 
ও প্রিয়তমা।
নয়নে নয়নে তুমি 
রেখো আমাকে,
ভালোবাসি শুধু আমি
শুধু তোমাকে।
হারাবে না কখনো
এই ভালোবাসা, 
রবের প্রতি আমার
আছে ভরসা।
ভুলে কখনো তুমি 
যেও না আমায়,
জড়িয়ে আছি আমি
তোমার ই মায়ায়।
চাই না হারাতে আমি
কখনো তোমাকে,
বলি আমি রোজ রাতে
শুধু প্রভুকে।
যেও না ছেড়ে কভু
এই আমাকে,
ভালোবাসি আমি শুধু 
ঐ তোমাকে।
				



