বৈষম্যবেধ বইয়ের রিভিউ
সপ্তাহখানেক হলো বৈষম্যবেধ বইটি পড়েছি। কিন্তু রিভিউ লেখার সাহস করে উঠতে পারছিলাম না। অবশেষে মনে একটু সাহস সঞ্চয় করে লিখতে বসেছি। ছোটবেলায় আমরা অনেকেই গল্প করেছি কিংবা বড়দের মুখে শুনেছি— “আমার বাপ-দাদারা জমিদার ছিল। সেই আমলে যদি দাদায় ১ টাকা দিয়ে এই জমি বিক্রি না করত, তাহলে আজও আমরা জমিদার থাকতাম।” কখনো কি ভেবে দেখেছেন, […]