বোনের লেখা, বোনের কাছে চিঠি

বোনের লেখা, বোনের কাছে চিঠি

বোনের কাছে চিঠি

 

৮ই ডিসেম্বর, ২০২৩
উকিলপাড়া, কিশোরগঞ্জ।

 

প্রিয় সুর্বণা আপু, 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লালি ওয়া বারাকাতুহু।

আর কয়েকদিন পর রমজানের সিয়াম শুরু হবে। সেই রমজান মাস কিভাবে কাটাব তা জানতে চেয়েছেন।

জীবনে বড় হওয়াই আমার স্বপ্ন।যাঁরা বড় হয়েছেন, বিখ্যাত হয়েছেন,তাঁদের দৃষ্টান্ত আপনি দিতেন আর বলতেন,বড় হওয়ার জন্যে অনেক সাধনা ও পরিশ্রম করতে হবে।আমি সাধনা, পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে দুনিয়ার জীবনে বড় হওয়ার সাথে সাথে পরকালীন মুক্তি চাই।মহা মহীয়সী মরণ জয়ী নারীরা কিভাবে আল্লাহ কে সন্তুষ্ট রেখে,সাধনা ও পরিশ্রম করে বড় হয়েছেন তা জানতে চাই। সাথে সাথে নিয়মিত কুরআন -হাদিস, পাঠ্যপুস্তক এবং শরীরচর্চা চালিয়ে যাব ইনশাআল্লাহ। 

ভাইয়া কে আমার সালাম দিয়েন (দুলাভাই) আর পিচ্চি খালামনির জন্য দোয়া ও মুহাব্বত রইলো (ভাগিনা)।আর আমার জন্য খাস দিল থেকে দোয়া করবেন ।চিঠিতে পরামর্শ ও উপদেশ দিয়ে আমাকে সাহায্য করবেন।

ইতি –
আপনার স্নেহের ছোট বোন 
            তবিনুর

আরো পড়ুনঃ  ২০২৪ সালের সেরা বান্ধবীর কাছে চিঠি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *