
- ভালোবাসা কারে কয় 
 তাসনিয়া ইসলাম- বিটুমিন নামক হরমোন পোড়া গন্ধ, 
 নিকোটিনের ধোঁয়ায় মিলিয়ে যাওয়া আবেগ,
 বক্ষে জড়ানো প্রেম,
 শরীর জুড়ে উষ্ণ হাওয়া,
 সব কিছুই মিলে যাই একটা মায়ায়,
 কিসে যেন ডাকছে আমায়,
 তাকাচ্ছি পেছন ফিরে ফিরে
 তোমার কল্পনায় বিভোর হচ্ছি ক্ষণে ক্ষণে,
 মায়া,তুমি মায়ায় বেঁধে নিচ্ছো আমায়,
 খুব নিষ্ঠুর নাকি এই মায়া!
 আচ্ছা সখি,
 ভালোবাসা কারে কয়?সাজু
 
				



