মনঃকষ্ট কলমে মোমতাহিনা চৌধুরী

মনঃকষ্ট
মোমতাহিনা চৌধুরী

কারো বলাতে কষ্ট পেলে ভেঙো নাকো মন
বিনিময়ে দিও তুমি দোয়া প্রতিক্ষণ।
উপকারী মন খুলে কাছে টেনে বুকে
ভালোবাসা দাও ছড়িয়ে তুমি দিগ-বিদিকে।

এশা শেষে তুমি যেন সাহাবার মতো
যাবে ভুলে সাথে সাথে মনে ব্যাথা যতো
বিনিময়ে হবে তুমি প্রভুর কাছে দামী
বেড়ে যাবে তোমার নামে শত নেকি জমি।

আরো পড়ুনঃ  বৃষ্টির ছড়া | বৃষ্টি কাব্য বর্ষা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *