মরীচিকা কলমে রবিউল আলম

মরীচিকা
রবিউল আলম

রঙ্গিলা বিপুলা অকল্পেয় অরণ্যের চাষ;
নিত্যবহ মনে লোভাতুর পরিখা,
গলিত মর্মে চিরন্তন অভিলাষ
ষৎ কম পিছুটানে সকরুণ মরিচীকা।

সুশোভন মর্ত সঁজীবনীর বিভৎস ফুল;
নিঃশব্দে ধ্বংসের বীজে বিপন্ন কাল প্রবাহ,
দুর্বোধ্য ধাঁধায় অকল্পেয় অরণ্যের ভূল;
মর্মচিত্তে উৎকট ক্লান্তির নির্মম দাহ।

প্রফুল্লচিত্ত উর্বী কক্ষচ্যুত দীর্ঘশ্বাস;
অতৃপ্ত প্রতিবাদে বিবর্ণ বাস,
অমৃত পানে লাঞ্ছিত কায়া;
জড়িয়েছে বহু সংজ্ঞাহীন মায়া।

অরণ্যের প্রতি মানবসত্তার নিরবিচ্ছিন্ন মায়া;
নিত্যবহ মনে শূন্যতার পরিখা,
প্রস্ফুটিত ললাটে নিরন্নের ছায়া;
মানবসত্তায় ঢুকিয়াছে সকরুণ মরিচীকা।

নগর পল্লির জনরাজ্যে প্রাচুর্যের ছদ্মবেশ ;
তব কাটেনি পুঞ্জিভূত মর্মরধ্বনির রেশ,
ক্ষুধার রাজ্যে মৌন উচ্ছ্বাসে হৃদয় জর্জর;
অদৃশ্য দু’হাতে ধূসর আঁধারে জীবন থরথর।

রঙ্গিলা বিপুলা অকল্পেয় অরণ্যের চাষ;
বানাইলো মানবেরে অমর দাস,
ক্ষণভঙ্গুর জীবনের লোভাতুর পরিখার কুলে;
মানবসত্তা ডুবে রবে অজ্ঞতার ভূলে।

আরো পড়ুনঃ  মেঘের ছোঁয়ায় মন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *