মৃত্যুর পরোয়ানা কলমে আহমাদুল্লাহ আশরাফ

মৃত্যুর পরোয়ানা

মৃত্যুর পরোয়ানা
কলমে আহমাদুল্লাহ আশরাফ

যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবো
আলোহীন মাটির তৈরি কবরে
আপনদের কাছে তখন পর হয়ে যাবো
হারিয়ে যাবো চিরতরে, আসবো না কভু ফিরে

সেই দিনটা যেন হয় এক পবিত্র বার
যাকে লোকে বলে রোজ শুক্রবার
সকাল সকাল শুনায় যেন মৃত্যুর পরোয়ানা
রবের নিকট আমার এটাই কামনা।

বাঁশ কাঁটবে আনবে কাফন
গোসল দিয়ে জানাযা পড়ে দিবে দাফন
সেই দিন কবে হবে সবারই অজানা
শুক্রবারে নিও আমায় করি এই কামনা।

মৃত্যুর পরোয়ানা হয় যেন—পবিত্র কালিমা
জান্নাতী কাপড় যেন হয় দেহের জামা
এটাই ফরিয়াদ ওগো আল্লাহ
শেষ কথা হোক—লা’ইলাহা ইল্লাহ।

২৯মার্চ’২৪|শুক্রবার
১৮রামাদান’৪৫হিজরি.

আরো পড়ুনঃ  একলা আমি | কবি উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *