রূপার কুলখানিতে অংশগ্রহণ করেন মেয়র
প্রতিবেদক :- রুবেল খান চকরিয়া
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান মুমূর্ষু অবস্থায় নিজের কোলে করে হাসপাতালে নিয়ে গিয়ে আন্তরিক প্রচেষ্টার পরও বাঁচাতে না পারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার রুপা ।
বৃহস্পতিবার বিকেলে পেকুয়ার শীলখালী এলাকায় পৌঁছলে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ শত শত মানুষের কৃতজ্ঞতা-ভালবাসায় সিক্ত হন কক্সবাজারের নগর পিতা। এতো সব নারী-পুরুষের বিরল ভালবাসা দেখে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সবাই মেয়রের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান৷
প্রসঙ্গত: সপ্তাহ আগে পেকুয়া থেকে কক্সবাজার ফেরার পথে আহত মেয়েটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করলে পথিমধ্যে মারা যায় রূপা।