শহীদ পাভেল নলেজ সেন্টার কর্তৃক কুইজ প্রতিযোগিতা ও বই বিতরণ কর্মসূচি

শহীদ গোলাম রাব্বি আলম বা পাভেল (সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং লোকমুখে এ নামে পরিচিত) মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ বাবুল পাটোয়ারী এবং মায়ের নাম পারভীন বেগম। তিন বোন ও দুইবার মধ্যে রাব্বি (২৩) চতুর্থ ।
গত ১৯ জুলাই ২০২৪ কোটাবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার পল্টন এলাকায় মিছিলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।তার স্মরণে Shaheed Pavel Knowledge Centre সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

শহীদ পাভেল নলেজ সেন্টার কর্তৃক কুইজ প্রতিযোগিতা ও বই বিতরণ কর্মসূচি

উক্ত সংগঠন কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও বই বিতরণ কমর্সুচীর আয়োজন করা হয়েছে এবং এ কর্মসূচি ইতিমধ্যে বেশ কয়েকটা স্কুল কলেজে বাস্তবায়ন হয়েছে। উক্ত কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেছে লেখক নাজনীন মোসাব্বের (মল্লিকা, অপরাহ্নর চিঠি,কে বলে বুড়ো), মাহাদী হাসান এবং আরো অনেকেই।এ সংগঠন কর্তৃক পাভেলের গ্রামে একটা পাঠাগার প্রস্তাবিত রয়েছে।এছাড়াও ভবিষ্যতে আরো দারুণ দারুণ কর্মসূচি বাস্তবায়ন করবো বলে আমরা আশাবাদী।

আরো পড়ুনঃ  ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি কলমে বখতিয়ার উদ্দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *