সহজ পথে চলো

সহজ পথে চলো

সহজ পথে চলো
হুমায়রা হক সুমি

চলো সবাই সহজ পথে
বাঁকা পথে কাঁটা,
বিঁধলে তা ব্যথা পাবে
যাবে না তো হাঁটা।

নদীর ঘাটে ছোট-বড়
তরী বাঁধা আছে,
উঠবে যারা সেই তরীতে
তারাই যাবে কাছে।

এপাড়েতে আছে কত
নানান রকম মানুষ,
আনন্দতে গড়াগড়ি
নাই যে তাদের হুশ।

মাঝদরিয়ায় থাকবে যখন
আসলে তখন ঝড়,
ভালো মন্দ বুঝবে নাতো
কাঁপবে রে থরথর।

আরো পড়ুনঃ  যাত্রীসময় কলমে জয়িতা চট্টোপাধ্যায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *