পরাধীন
মোঃ রুহুল আমিন
দেশটা আজো পরাধীন যে
স্বাধীন তবুও নয়,
বৈষম্য আর বিভেদ থাকলে
স্বাধীন তারে কয়।
কৃষক মজুর পায়না সম্মান
দেখি স্বাধীন দেশে,
শোষক শ্রেণী শোষণ করছে
সেতো সাধুর বেশে।
স্বাধীন দেশে খাবার আশে
মানুষ কেনো মরে?
দেশের মানুষ কুঁকড়ে কাঁদে
এতো বছর পরে,
কেউবা আবার পকেট ভারী
করে ইচ্ছে মতো,
দেশ স্বাধীনের যোদ্ধা গণে
রাস্তায় কাঁদে কতো॥
তাজা প্রাণের রক্তে কেনা
একটা স্বাধীন দেশ,
লুটপাটের ঐ ভাগবাঁটোয়া
করছে ওরা শেষ।
আসবে সুদিন এমন ভাবে
জবাব দিতে হবে,
অত্যাচার আর জুলুম কারি
যাঁতাকলে রবে।
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্পাদক মহোদয়ের প্রতি।