
হাতুড়ে প্রেমিক
ডা. রতন সরকার
মাধ্যমিকটা টেনে টুনে 
কলেজেতে এসে, 
মেয়ে দেখলে কথা বলে 
মিষ্টি মিষ্টি হেসে।
টিনা একটা কিউট মেয়ে 
গায়ের রংটা কালো,
তার চেয়ে অনেক বেশি 
মিনা হবে ভালো।
টিনা ও নয় মিনা ও নয় 
রীনাটা খুব মিষ্টি, 
যথাক্রমে তাদের উপর 
পড়ে তার দৃষ্টি।
কাকে ছেড়ে কাকে ধরবে 
বুঝেনা তো ঠিক, 
প্রেম করতে হাতরায় 
হাতুড়ে প্রেমিক।
সংক্ষিপ্ত পরিচিতিঃ ডা. রতন সরকার ১৯৮৩ সালের ২৪শে ডিসেম্বর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম ডাক্তার গোপাল চন্দ্র সরকার , মাতার নাম স্বর্গীয় কানন বলা সরকার । কবি দুইটি বিষয়ের উপর (ফাস্ট ক্লাস)পেয়ে দুইটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ডাবল মাস্টার্সের অধিকারী। তিনি ছোটবেলা থেকেই ছিলেন সাহিত্য অনুরাগী।
 
				



