হুলাইন কলেজের আনোয়ারী স্যার কলমে আয়েশা সিদ্দিকা

হুলাইন কলেজের আনোয়ারী স্যার
আয়েশা সিদ্দিকা

অধ্যাপক মাহমুদ নূর আনোয়ারী আমাদের খুবই প্রিয় একটি নাম। আমরা স্যার আপনাকে আনোয়ারী স্যার বলে ডাকতাম। আমি যেই দিন প্রথম আপনার ক্লাস করি সেই দিনটি আমার এখনো মনে আছে। আমি বাইরে পানি খেতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আপনি ক্লাসে ঢুকে পড়েছেন। আমি বললাম স্যার আসতে পারি। আপনি আমাকে এবং আমার পরে আসা সবাইকে পিছন দিয়ে ক্লাসে ঢুকতে বলেন। কলেজে নাকি এটাই নিয়ম। তারপর স্যার আপনি সবার পরিচয় জিজ্ঞেস করলেন। আমি ক্লাসের পিছন দিয়ে প্রবেশ করার পর ভেবেছিলাম যে আমি একদিন আপনার প্রিয় ছাত্রী হয়ে উঠবো। স্যার আপনার মনে আছে মঙ্গলবার আপনার ক্লাস থাকত শেষ ঘন্টায় যা কেউ না করলেও আমার করতাম। আপনার ক্লাস করলে কমপক্ষে একটা বইয়ের নাম হলেও আমাদের বলতেন। আর মাঝে মধ্যে লাইব্রেরি থেকে বই এনে পড়তে দিতেন। এবং কি নিজের বইও আমাকে দিতেন। আমি কলেজে যে বই নিয়ে যেতাম না কেন ইসলামের ইতিহাস সংস্কৃতি বইটা সবসময় নিয়ে যেতাম। কারণ স্যার আপনি আমার বইটা নিতেন। স্যার আপনি আমার বই দেখে কীভাবে যেন বলে দিতে পারতেন আমি কোন গুলো পড়েছি আর কোন গুলো পড়িনি। স্যার আপনার মনে আছি আমি আপনাকে একদিন জিজ্ঞেস করেছিলাম? আপনি আমাকে বলেছিলেন কলেজে দুই একজন ছাত্র ছাত্রীর উপর আমরা নজর রাখি। বিশেষ করে তোদের খবরতো রাখব।আমরা তোমাদের Follow করি।আর তোমাদের মন মানসিকতার কী রকম হবে আমি জানবোনা।আমি তোর মধ্যে যন্ত্র লুকিয়ে রেখেছি আমি সব বলতে পারি।স্যার আপনার কথা লিখতে বসলে আমি কখনো শেষ করতে পারবো না। আপনি সবসময় আমার খবর নিতেন। আমার বন্ধুরা সবসময় বলতো আনোয়ারী স্যার তোমাকে বেশি দেখতে পাই।তসলিমা সবসময় বলতো আনোয়ারী স্যারের প্রিয় ছাত্রী আনোয়ারী স্যারের ক্লাস করবে না।স্যার আপনার মনে আছে আপনি আমাকে অনেক সময় বকা দিতেন। স্যার আপনি যাওয়ার পর নাঈমারা এসে আমাকে বলতো “স্যার তোর সামনে তোরে বকা দেয় আর তুই না তাকলে তোর নামে প্রশাংসা করে। স্যার আপনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি আপনাদের আমি কখনো ভুলবো না। একটা গাড়ি চালানো জন্য যেমন আগে গাড়ি চালানো শিখতে হয় তেমনি ভাবে আমার জীবন গাড়ি কীভাবে চালাবো তা শিখিয়েছিলেন আপনারা।

আরো পড়ুনঃ  মায়ের শূন্যতা বুঝতেই দেয়নি বাবা

 

আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *