
অক্টোবর
খাদিজা খাতুন
অক্টোবর!
বছরের বাকি এগারোটা মাসের থেকে একটু ভিন্ন।
সকালটা শুরু হয় শিউলির মন ভোলানো সুঘ্রাণ নিয়ে।
সকাল গড়িয়ে দুপুর নামতেই নীল আকাশের বুকে সাদা মেঘেদের বাহারি সাজ সজ্জার আবির্ভাব ঘটে।
কখনো হঠাৎ করে নীল আকাশের বুকে সাদা মেঘের ভিড় উপেক্ষা করে কালো মেঘের আগমন ঘটতে না ঘটতেই আরম্ভ হয় ঝুম বৃষ্টি।
এই মাসেই বর্ষায় রোপন করা ধানের ডগা ফেটে শীষ বের হতে শুরু করে।
কিন্তু, কৃষকের ঘরে চলে রাজ্যের অভাব, গত হেমন্তের ধান প্রায় ফুরিয়ে যায়,
আবার কবে নতুন ধান ঘরে আসবে এই অপেক্ষায় দিন কাটে।
তাই অক্টোবরের সৌন্দর্য কৃষকের নাকের ডগায় থাকা সত্ত্বেও মন ছুঁয়ে যেতে ব্যর্থ হয়।