অতীত আর অতীত নেই, ইচ্ছে করলেই ঘুরে আসি

অতীত আর অতীত নেই, ইচ্ছে করলেই ঘুরে আসি

> মোঃ রাশেদ ইসলাম

 

জীবনে অনেক দিন কেটেছে, কেটেছে অনেক বছর। কিন্তু আমাদের আপসোস শেষ হয় না, আজ যদি ভালো করে পড়তাম তাহলে আমি ওমুক জায়গায় থাকতাম। আজকে যদি আমার বাপরে অনেক জমি থাকতো, আজ আমিও বড়লোক্সের মতো চলতাম।

এমন অনেক ভাবনায় থাকে, যেগুলো শুধু বেশির ভাগে অতীত ভুল। অতীত মানে সময়, ফেলে আসা সময়। আচ্ছা আপনি যে ভেবে সময় টা নষ্ট করলেন এটাও কিন্তু সময়। গত কয়েক মিনিট তো এখন অতীত সাপেক্ষ অনুযায়ী, যা আর ফিরে পাওয়া যাবে নাহ্।

সময়কে কাজ লাগাবেন কিভাবে? এই শিখতে আসছেন না? কাজে না লাগাতে পারলে এখানেও ক্ষতি এখানেও লস৷ এড়িয়ে যান, যেগুলো পারবেন না, সেগুলো বাদ দিন৷ নতুন কিছু করুন, নতুন সিদ্ধান্তে চলুন। কঠোর হোন, একনিষ্ঠ হোন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, সময়ের মূল্য দিন।

আপনিও ফিরে পাবেন অতীত, নিজের কল্পনা শক্তিকে দিতে পারবেন সফলতা। বর্তমান সময়ে সময়কে কাজ লাগানোই এক বুদ্ধিমানেট কাজ। “আজ থেকে ১০ বছর আগে পায়ের উপর পা তুলে খাওয়া কিংবা দিন যাওয়া মানুষটি আর হয়তো সেরকম দিন যায় নাহ্, আবার দেখা যাবে আজকল থেকে ৫ বছর আগে অন্যের বাসায় কাজ করে খাওয়া মানুষটি এখন নিজের বাসায় মানুষ খাটায়”

এগুলোকে আমরা বলি সময়ের পরিবর্তন, এটা সময়ের পরিবর্তন নাহ্। এটা আমাদের পরিবর্তন, আমরা যেভাবে যা চাচ্ছি তা কি পাচ্ছি? না। পাচ্ছি না, পাবো নাহ।

সময়কে কাজে লাগানোর জন্য, পরে কিংবা কাল করতেছি চললাম বা সহজ ভাবে ভাবা কিংবা কল্পনা করা ছেড়ে দিন।

আরো পড়ুনঃ  মৃত্যুর পরোয়ানা কলমে আহমাদুল্লাহ আশরাফ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *