
অদম্য হাদি
আতিয়া মাহজাবিন
রক্তে ভেজা মাটির ঘ্রাণে হাদির নামই বাজে,
সে তো কেবল মানুষ নয় রে, বিজন বনের সাজে।
আঁধার রাতে প্রদীপ হয়ে জ্বালিয়ে দিল আলো,
হাদির মরণ শিখিয়ে দিল বাসতে দেশরে ভালো।
ভয় দেখাবে কাকে ওরে? আমরা মরণ জয়ী,
হাদির পথের পথিক মোরা, আপোষকামী নহি।
জুলুমবাজের তখত কাঁপুক আমাদেরই ডাকে,
একটি হাদি হারিয়ে গেলে লক্ষ্য হাদি থাকে।
শপথ নিলাম আকাশ ছুঁয়ে, শপথ নিলাম রণে,
হাদির স্মৃতি অম্লান রবে প্রতি ক্ষণে ক্ষণে।
চোখের কোণে অশ্রু নয়, আজ আগ্নেয়গিরির টান,
হাদির বদলা নিতেই হবে, এই তো মোদের গান।
যেখানে অন্যায় মাথা তুলবে, সেখানেই হাদি প্রাণ,
শহীদি খুনে লিখেছে সে এক নতুন অভিমান।
রক্ত দিয়ে অমর হলো, ভাঙলো ভয়ের তালা,
হাদির নামে গাঁথছি আমরা বিজয় ফুলের মালা।
আমরা থামি না, আমরা নামি না শোষকের কোনো ভয়ে,
হাদির রুহ জেগে আছে আজ বাংলার মশাল হয়ে।




