কবিতা অনুসন্ধান কলমে মদিনা তাবাসসুম

অনুসন্ধান কলমে মদিনা তাবাসসুম

অনুসন্ধান
মদিনা তাবাসসুম

শুনশান তিমির,
হেরার গুহায় মগ্ন নবি
বুকের ভেতর ভাবনা
চোখে হাজার ছবি।
ভাবনা গোটা জাতি নিয়ে
হচ্ছে কী সব?
উপাসনা চলছে যাদের
ওরাই কি রব?
লাত মানাতের কাছেই কি
সব চাইতে হবে
এই জীবনের পরেও কি
আর জীবন রবে?
ওই যে চন্দ্র, দূর আকাশে
রাত্রি এলে জোছনা ঢালে
রাত ফুরালে যায় চলে সে অন্তরালে।
বৃষ্টি দিয়ে ভেজায় মাটি
পানির চেয়ে আর কী আছে এমন খাটি?
নাকি আগুন!
সব কিছুতে তার প্রয়োজন
আগুনে হয় বেঁচে থাকার সব আয়োজন।
আগুন করে দহন
এটার শক্তি অনেক,
কিন্তু আগুন নিভে গেলে
তাও তো ক্ষণেক।
সব চেয়ে যে শক্তিশালী,
সূর্য সেটা।
সূর্য তবে শ্রষ্ঠা?
হ্যাঁ হ্যাঁ সত্যি এটা!
নাকি আরো শক্তিশালী
সত্তা সে জন
চাঁদ, সূর্য, আকাশ, পানি করে সৃজন।
এসব ভেবে হেরা গুহায় মগ্ন নবি,
এমন সময় গুহার ভেতর ঐশি ধ্বনি
পড় তোমার প্রভুর নামে শ্রষ্ঠা যিনি।
আওয়াজ শুনে ভয়ে নবি উঠলো কেঁপে,
বাইরে তখন খুশির প্লাবন উঠছে ছেপে।
পড়লো নবি,
আল কুরআনের প্রথম বাণী
ঘুচবে এবার মানবতার সকল গ্লানি।

আরো পড়ুনঃ  বাঙালি কলমে হুমায়রা হক সুমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *