অন্য প্রেমে মগ্ন তুমি
লেখাঃ রোকসানা ইসলাম
মনের ভেতর যত্ন করে কার ছবি
আজ আঁকো?
চোখের ভাষায় প্রেম বিনিময়
কার সাথে হয় রোজ?
কে ডাকে প্রিয়তম বলে
কে নেয় এখন খোঁজ?
কার হাসিতে হাসো তুমি?
কার জন্য ঝরে জল?
কার মুখটা মনে করে
গুণো হৃদস্পন্দন?
কার আঙ্গুলে আঙ্গুল রেখে
ফুটপাত ধরে হাঁটো?
কার কোলে তে মাথা রেখে
রাতের আকাশ দেখো?
কার হাতের বিলিতে আজ
ঘুম ধরা দেয় চোখে?
কার ঠোঁটের উষ্ণ স্পর্শে
হাসি ফোটে ঠোঁটে?
সেও কি তোমায় ভালবাসে
এই আমারই মতো?
নাকি তারচে বেশি ভালবাসে
মাপা যাবেনা তত?
তার সাথেও কি প্রতারণা চলে
ঠিক আমারই মতো?
অন্য প্রেমে মগ্ন তুমি কবিতার লেখক পরিচিতি
রোকসানা ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামে ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। পিতা আবুল কাশেম, মাতা ফেরদৌসী বেগম। পাঁচ ভাই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ সে।২০১৮ সালে শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০২০ সালে বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।
বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ২০২০ সাল থেকে সাংবাদিকতার পেশায় যোগ দেন।তিনি কয়েকটি পত্রিকা এবং চ্যানেলে নিষ্ঠার সাথে কাজ করছেন।সাহিত্য চর্চার শুরু বাল্যকাল থেকেই।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের ৩ রা ফেব্রুয়ারী ডাক বাংলা সাহিত্য পদক এবং ২০২২ সালে দিগন্তপত্র লিখিয়ে পুরস্কার অর্জন করেন।
নিয়মিত পড়ুন এবং লেখুন আমাদের জনপ্রিয় প্লাটফর্ম “চিরকুটে সাহিত্য” এবং মানুষের জীবনী সম্পর্কে জানতে Human Search