অপেক্ষা
কলমে তাহমিনা আক্তার
তুমি সাড়া না দিলেও তোমার শহরে আনমনে হেটেছি,
যদি ভুল করে সাড়া দিয়ে দাও।
তুমি কাছে না আসলেও তোমার সাথে হেটেছি,
যদি ভুল করে হাত ধরে ফেলো।
তুমি অপেক্ষা না করলেও,
রোজ বিকেলে তোমার জন্য লেকের পাড়ে অপেক্ষা করেছি,
যদি ভুল করে চলে আসো।
তুমি অভিমান ভাঙ্গাবেনা জেনেও অভিমান করেছি,
যদি ভুল করে অভিমান ভাঙ্গাও।
তুমি হাত ধরবে না জেনেও হাত বাড়িয়ে রেখেছি,
যদি ভুল করে হাত ধরো।
তুমি ভালোবাসবেনা যেনেও ভালোবেসেছি,
যদি ভুল করে ভালোবেসে ফেলো।
কবি পরিচিতিঃ তাহমিনা আক্তার ( লিজা)। মাতার মোছাঃ ছকিনা এবং পিতার মোঃ রিপন।তিনি জন্ম গ্রহণ করেন ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ফেনী ( নোয়াখালী)। তিনি পড়াশোনা পাশাপাশি অবসরে লেখালেখি করেন।