অভিমানী
মর্জিনা খাতুন
তোমাকে ভালো রাখার আশায়
কেটেছে সারাবেলা,
শরীরের ঘাম ঝরিয়ে আমি
জমিয়েছি কত টাকা।
আমি তোমার চোখের অশ্রু
মুছে দেবো বলে,
দু নয়নের জল
রেখেছি কত লুকিয়ে।
স্নেহের পরশ মেখে প্রশান্তির সুখ
খুঁজে বের করে আনবে বলে,
নিজের ভালোলাগার সবটুকু
অসময়েই দিয়েছি ফেলে।
আমি তোমার জন্য, বাবার জন্য
মা বোনের জন্য অগচরেই ভেবেছি,
অতীতের স্মৃতিগুলো আগলে রেখে
চিন্তার সীমারেখা মুড়িয়েছি।
আমি আমার বুকে আমাকে ছেড়ে
তোমাকে রেখেছি,
তুমি মুক্ত আকাশে, বেদনার ছোয়া ছেড়ে
হাসির রেখা দিতে চেয়েছি।
দিন শেষে বড় সাধক তোমরা
আমি অভিমানী,
হৃদয়ের মুল্য বোঝেনি কেউ
বোঝেনি অব্যক্ত হৃদয়েরবানী।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
★ কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন
★ কবিতার শিরোনাম কল্পনা, কলমে আয়েশা সিদ্দিকা