অমর জুলাই
উম্মি হুরায়েরা বিলু
আমার ভাইয়ের রক্তে রাঙানো
আজ ১৫ জুলাই,
অধিকার আদায়ে জীবন দিলো
আমার প্রিয় ভাই।
দেখিনি আমি ৭১ চোখে
দেখছি ২৪ আমি,
কেমন করে বীর বাঙলি
হয়ে গেলো আসামি।
৭১ এর ২৫ শে মার্চ
দেখিনি আমি চোখে,
দেখেছি আমি ১৫ জুলাই
ভাইয়ের রক্ত বুকে।
ছেলে হারা সেই মায়ের কান্না
দেখি নেই আমি সেদিন,
ভাবছি বসে কেমন করে
শোধ দিবো এই ঋণ।