অলসতা
মারুফা ইসলাম সূর্মী
সুখের আশা করে
কাটিয়োনা দিন শুয়ে বসে।
পাবেনা তার সন্ধান
যতই করো তার আশ।
হে অলস ব্যাক্তি
বোঝে নাও আজ
পরিশ্রম হচ্ছে উন্নতির চাবিকাঠি
এ জীবনে তোমার।
তাই করো পরিশ্রম
অলস থেকো না আর।।
বের হওনি আজো তুমি
যেনো ঘরে সদা কুটুম,
আকাশ পানে চেয়ে ভাবো
শত চিন্তা আকাশ-কুসুম।।
চেষ্টা তোমার নাইকো কভু
ভাবনা চিন্তা আকাশ ছোঁয়া,
কিভাবে তুমি পাবে সেটা
যদি আঁকড়ে ধরে তোমায়
ক্লান্তি অলসতা।।
পরিশ্রম ছাড়া এই ভুবনে
নাহি কিছু হয়,
এরই ছোঁয়ায় যায় অলসতা
জীবন যুদ্ধে জয়।।
অলসতা তোমায় বন্ধি রাখে
ঘরের কোণে আচ্ছা কুঁড়ে।
শ্রম তোমায় সফল হওয়ায়,
নিত্য নতুন জীবন ধারায়।
অলসতা তোমায় কভু দিবেনা
শান্তি সুখের জীবন,
পরিশ্রমই আনতে পারে
তোমার জীবনে আলোরন।।
শ্রম তোমায় দেখাবে
নতুন এক ভোর,
যেখানে নেই আঁধার কালো
সমারেহো আলোর।।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য