অসম্ভব কাব্যকথা
-আতিয়া মাহজাবিন
একদিন এ রক্তক্ষয়ী যুদ্ধের ইতি ঘটবে,
তুলো ভেজা আকাশে ফের পাখিরা ছুটাছুটি করবে
ধ্বংস্তুপ গুলো সরিয়ে আবার নতুন জীবন সূচিত হবে,
আর,
পৃথিবীর ঠিক অপর প্রান্তে আমার মতো অধমের অধরে
পরিস্ফুটিত হবে এক প্রাপ্তির হাসি।
আমার যে কলমের কালিতে বর্ণিত হতো –
শহীদের মায়ের আহাযারী,
কিংবা,
নিষ্পাপ ধর্ষিতা বোনের আর্তনাদ,
অথবা ,
পাথর হাতে ছোট্ট মুজাহিদের প্রতিবাদ….
হঠাৎ করেই তাকিয়ে দেখবো,
কলমের কালচে লাল কালি ফুরিয়ে গেছে ।
বুক চিরে গভীর এক দীর্ঘশ্বাস ফেলে,
নতুন এক কলম নিয়ে রওনা দিবো পদ্মাপাড়ে,
টুপ করে বসে পরবো বটবৃক্ষ তলে !
এতোদিন যে কর্ণ বোমারু বিমানের আওয়াজ ছাড়া আর কিছুই শোনে নি ,
যে চক্ষু ধ্বংস্তুপের ধূসর রং ছাড়া আর কিছুই খোঁজে নি,
পাখির কিচিরমিচির আওয়াজ,
আর পদ্মার উত্তাল ঢেউ,
সেদিন এ পাথুরে হৃদয় ভেঙে
হয়তোবা ,
প্রকৃতির ন্যায় স্বচ্ছ চঞ্চল কোনো কাব্য রচনার দিক উন্মোচন করবে !