
অসহায় সমাজ
শারমিন আক্তার
ইট পাথরের দেয়ালে বেড়ে ওঠা কিছু বিবেকহীন হৃদয়!
জানে না ভদ্রতা, জানেনা প্রকাশের ভাষা!
শক্তি ,ক্ষমতা আর অস্ত্রের দোহাই দিয়ে
করে সভ্যতার বহিঃপ্রকাশ, দেখায় ভালোবাসা!
আধুনিকতার ছোঁয়ায় পড়ে,
নারী সাজে পুরুষ আর পুরুষ সাজে নারী।
অসৎ উপায়ে টাকা হাতিয়ে,
রাতারাতি করে বাড়ি।
মনুষ্যত্বের দোহাই দিয়ে মানুষ করে খুন,
অন্ধকারে এক চেহারা, দিবালোকে কত গুন !?
পথভ্রষ্ট হয়ে তারা সবারে দেখায় পথ,
চাইনা সে পথ যে পথে গজব, এটাই সবার মত!
জাহেলিয়াতের কর্ম করে ,ধর্মকে বল বড়!
প্রতিবাদ শুধু করতে গেলেই বলো তুমি মর!
খোদার বিচার হবেই হবে শুনে নাও কান পেতে,
জাহান্নামের আগুন ঘরে হবেই তোমায় যেতে।