আজব পৃথিবী মোসাঃ ইতি খাতুন

আজব পৃথিবী কলমে মোসাঃ ইতি খাতুন

আজব পৃথিবী
মোসাঃ ইতি খাতুন

আজব পৃথিবীর
আজব খেলা
কোথাও জ্ঞানী
তো কোথাও পাগলের মেলা।
কোথাও আবার বসে বিচার
কোথাও হয় কারো ক্ষতি
আজব পৃথিবীর আজব সব খেলায়
খুজে পায় না কেউ কারো গতি।

কারো আছে ধন
তো কারো আছে মন ,
সবাই যে হয়না সমান
তা বুঝে আর কয়জন।
গরিব মরে খুদার জ্বালায়
তো ধনীরা মরে মনের জ্বালায়
কেউ কাউকে সহানুভূতি না দেখিয়ে
সবাই সবার মনে আগুন জ্বালায় ।

হায়রে এক আজব পৃথিবী
আজব তার গতি ,.
শিক্ষা -দিক্ষা গেছে সব
শুধু পড়ে রয়েছে শিক্ষার সৃতি।

সমাজে মানুষ রূপী পশুও আছে
আবার ভালো ও সাধু
ন্যায় -নীতির সভ্যতা আজ
অন্তর মহলে বন্ধি রয়েছে তবু।
মিথ্যা সভ্যতার নামে আজ
পৃথিবী হয়েছে জেলখানা ,
আজকাল মানুষ মানুষকে সম্মান করেনা
বিবেকে জমেছে ধূলিকণা।

কবি পরিচিতি: মোসাঃ ইতি খাতুন। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর গ্রামে ২০০২ সালের ২৪ শে জুন এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ জয়নাল আবেদীন মাতা মোসাঃ রওশনারা। তার কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় এবং যৌথ বইয়ে প্রকাশিত হয়েছে। সে নওগাঁ সরকারি কলেজের অনার্স তৃতীয় বষের বাংলা বিভাগের ছাত্রী।

আরো পড়ুনঃ  লাঞ্চিত জনতার কথা কলমে আফরোজা আফরিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *