আজব স্বপ্ন
নাদিয়া রিফাত
আজ আমার স্বপ্নে ছবি আকাঁ,
পাবো সেখানে কিসের দেখা।
সেখানে হবে পুতুলের বিয়ে,
আমি দেখবো দাড়িয়ে।
হয়ত বা ভেসে যাবো রুপকথায়,
হাওয়ায় উড়বো পক্ষীরাজ ঘোড়ায়।
থাকবে সেখানে ফুলের মেলা,
সেখানে আমি করবো খেলা।
সেখানে থাকবে সব ছুটি।
করবো আমি লুটোপুটি।
খেলবো আমি লুকোচুরি
ছায়ার সাথে ভাব করি।
হারিয়ে যাবো পরির দেশে
হয়তো বা ভিন্ন বেশে