আফসোস কলমে কানিজ ফাতেমা রুকু

আফসোস কলমে কানিজ ফাতেমা রুকু

আফসোস
কানিজ ফাতেমা রুকু

ইচ্ছে ছিলো প্রবল আমার
ভাগ্যে ছিলো না,
তাই বুঝি আজকে আর
দেখা হয়ে উঠলো না।

অনেক আশায় গেলাম ছুটে
না জানিয়েই তারে,
পরে শুনি নিজেই নেই
ফিরে আসলাম পরে।

আসার সময় মনে হলো
একি হায় হওয়ার ছিলো।

আমি না-হয় পাগলামিতে
কাটাই দিন বেলা,
ভাগ্যটাও কি আজ আমার সাথে
শুরু করেছে খেলা।

ফেরার পরে নয়ন জ্বলে
থামছে না অশ্রুবাঁধ,
সবশেষে ভাবলাম ভাগ্যে ছিলো
ছিলো না আমার কোনো হাত।

আসলে আমাদের সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে

আরো পড়ুনঃ  মুক্ত তুমি কলমে মিতা চক্রবর্তী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *