আমরাও মুসলিম কলমে মালুফা ইসলাম

আমরাও মুসলিম কলমে মালুফা ইসলাম

আমরাও মুসলিম

আমরা বজ্রপাতের আওয়াজ শুনে ভয় পাই;
আর ওরা? বোমার বিস্ফোরণে..!
আমরা আঙ্গুলে সূচ ফুটলে ব্যথা পাই
আর ওরা? হাত হারালে..!

আমরা মা বেড়াতে গেলে কান্না করি,
আর ওরা? মা কবরে গেলে..!

আমরা মেতে থাকি ভাইয়ের সাথে খুনসুটিতে;
আর ওরা? ভাইয়ের লাশ কোলে নিয়ে..!
আমরা খাবার পেয়েও নষ্ট করি;
আর ওরা? ক্ষুধায় পেটে পাথর বাধে..!

আমাদের রাত আসে আরাম হয়ে;
আর ওদের? আতঙ্ক হয়ে..!
আমাদের বাবা ছুটেন রঙিন পোশাক নিয়ে;
আর ওদের? সাদা কাফন নিয়ে..!

আমরা কাপড় থেকেও বেপর্দায়;
আর ওরা? এক কাপড়েও পর্দায়..!
আমরা ঘর থেকেও নাইট ক্লাবে;
আর ওরা? পলিথিনের তাবুতে..!

আমরা মসজিদ পেয়েও জামাত ছাড়ি;
আর ওরা? ধ্বংস্তুপে জামাত করে..!
আমরা কোলের শিশু বুকে রাখি;
আর ওরা? হায়েনার নখের তলে..!

ওরা একে একে যাচ্ছে চলে জান্নাতের ফুল হয়ে;
আর আমরা? জাহান্নামের করিডোরে..!

আরো পড়ুনঃ  স্বাগত নববর্ষ তোমায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *