আমার পল্লী গাঁ
মোঃ গোলাম দস্তগীর
যার মাঝে তৃপ্ত হৃদয় সুপ্ত থাকে মন
মুক্ত বাতাস দীপ্ত হয়ে কাটে মধুর ক্ষণ।
জুঁই চামেলি গোলাপ বেলি জুড়ায় প্রীতির মেলা
অথৈজল আর শালুক ফানের মিষ্টি প্রেমের খেলা।
কৃষক মাঠে ফসল তুলে দুলে হাওয়ায় ভেসে
কষ্ট গ্লানি সবি ভুলে মিটিমিটি হাসে।
কৃষক কন্যার এলো চুলে তৃপ্তি ভরা মুখ
তপ্ত রঙিন ভব মাঝে এই যেন তার সুখ।
চারিদিকে কিচিরমিচির পশুপাখির ডাক
পল্লীতে মোর এমন করেই জীবন কেটে যাক।