আমার বড় ভাই
কলমে মারুফা ইসলাম সূর্মী
তুমি কি জানো বড় ভাই মানে কি!?
বাবার পর বিশাল এক ছায়া,
অনেকটা বট গাছের মতো।
সহজে উপরে ফেলা যায় না
ছায়া দিয়ে যায় আজীবন।।
তুমি কি জানো বড় ভাই মানে কি!?
সে তো সব থেকে বড় বন্ধু,
যার কাছে থাকে
ছোট ভাই-বোনের সকল আবদার।।
তুমি কি জানো বড় ভাই মানে কি!?
সে তো করে প্রয়োজনে করে শাষন-বারন,
স্নেহ ভালবাসার আদরে, মমতার বাঁধনে,
আগলে রাখে সারাক্ষন।।
বড় ভাই মানে শান্তির একটা জায়গা
প্রশান্তিতে ভরপুর।।
বড় ভাই মানে সস্তীর নিঃশ্বাস,
বড় ভাই মানে ভালোবাসার ডাক,
বড় ভাই মানেই শাহেনশাহ,
বড় ভাই মানে মনে যোগায় আস্থা।
বড় ভাই মানেই যেকোনো পরিস্থিতিতে পাশে থাকা,
বড় ভাই মানে তুমি আছো তো,
এটাই সব থেকে বড় পাওয়া।।
বড় ভাই মানে হাসি মাখা মুখ
মুক্ত রাশি রাশি,
সব কিছুর জন্য ভাইয়া তোমায় বড্ড বেশি ভালোবাসি।।
★ কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন
★ কবিতার শিরোনাম কদম ফুল কলমে কবি জামাল
★ কবিতার শিরোনাম বাঙালির বিশ্বজয়, কলমে আবু নাঈম সেজান
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য