
কবিতা আমি যে হারিয়ে যাই, তা কি তোমার ভেতরেই নয়?
– মাহজাবীন তাসনীম রুহী
আমি যে হারিয়ে যাই,
তা কি তোমার ভেতরেই নয়?
চোখ বন্ধ করলে দেখি,
আমার নিঃশ্বাস তোমার নাম উচ্চারণ করছে নিরবেই।
তুমি না থাকলেও,
তোমার ছায়া রয়ে যায় আমার আঙুলে,
যেন প্রতিটি ছোঁয়ায় তুমি নরম আলো হয়ে
বেঁচে থাকো ত্বকের গভীরে।
আমি যে চুপ করে থাকি,
তা কি তোমারই ভাষা শেখা নয়?
প্রতিটি নীরবতা হয়ে ওঠে
তোমার অদেখা উপস্থিতির প্রতিধ্বনি।
ভালোবাসা মানে হয়তো
নিজেকে হারিয়ে ফেলা কোনো পরিচিত মুখে—
যেখানে আমি নেই,
আছে শুধু তোমার অস্তিত্বের সুর।
আমি যে হারিয়ে যাই,
তা আসলে তোমার ভেতরেই—
যেন এক নদী মিলিয়ে যায় সমুদ্রের নির্ভরতায়,
অদৃশ্য তবু অনন্ত ভালোবাসায়।
- মাহজাবীন তাসনীম রুহী
- অনার্স ২য় বর্ষ
- এম সি কলেজ সিলেট
- বিভাগ : রাষ্ট্রবিজ্ঞান




