আরিফ আজাদ এর পরিচিতি, ছবি তাঁর প্রকাশিত বই II Best 5 Books of Arif Azad 2023

আরিফ আজাদ কে?

আরিফ আজাদ একজন বাংলাদেশী লেখক। বাংলাদেশের খ্যাতিমান বইমেলা “অমর একুশে বইমেলা ২০১৯” এ অনলাইন বেস্ট সেলার হিসাবে নির্বাচন হয়েছিলেন।

আরিফ আজাদের ইতিমধ্যে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রত্যেকটি বই পাঠক সমাজের মধ্যে আলোরণ সৃষ্টি করেছে। তাঁর বইগুলো ইসলামিক বিষয় বস্তু নিয়ে লেখা। বাংলাদেশ ইসলামিক দেশে হওয়ার আরো বেশি প্রাধান্য পেয়েছেন আরিফ আজাদ।

প্যারাডক্সিকাল সাজিদ বইটি আরিফ আজাদে প্রথম প্রকাশিত বই। এরপর থেকেই তিনি লেখালেখি জগতে প্রবেশ করেন এটা বললে একান্তই ভুল হবে। কারণ, তিনি তাঁর আগে থেকে সোশ্যাল সাইট ফেসবুকে লেখালেখি করতেন। আরিফ আজাদ মুসলিম বনাম নাস্তিক ডিবেট এ প্রচুর যুক্তি উপস্থাপন করেন। যেগুলো সে সময় প্রচুর ভাইরাল হয় ও জনপ্রিয়তা অর্জন করে।

আরিফ আজাদ এর ছবি

 

আরিফ আজাদ, নবি জীবনের গল্প

আরিফ আজাদ, জীবন যেখানে যেমন

এবার ভিন্ন কিছু হোক, আরিফ আজাদ

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ, আরিফ আজাদবেলা ফুরবার আগে, আরিফ আজাদ

প্যারাডক্সিকাল সাজিদ ১ ও ২, আরিফ আজাদ

 

 

আরিফ আজাদের পরিচয়

[wptb id=9310]
আরিফ আজাদ চট্টগ্রাম জেলায় ১৯৯০ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। আরিফ আজাদের শিক্ষা জীবন সম্পর্কে, তিনি মাধ্যমিক পাস করেন চট্টগ্রাম জেলা স্কুল থেকে এরপর তিনি একটি সরকারি কলেজে ভর্তি হন, নাম জানা সম্ভব হয়নি। সেই কলেজ থেকে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে তিনি চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।



ডঃ শামসুল আরেফিন ( খ্যাতিমান লেখক) আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা”। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।”

আরিফ আজাদের ব্যক্তিগত কোন তথ্যই অনলাইন প্রকাশ করেন নি৷ তাঁর সম্পর্কে অনেক তথ্যই অজানা। তিনি তার ছবি পর্যন্ত প্রকাশ করেন নি তার ফেসবুক আইডির প্রোফাইলে।

আরিফ আজাদ বৈবাহিক দিক থেকে বিবাহিত। পরিবারিক দেখা শোনার মধ্যেমে তার বিয়ে হয়। মজার বিষয় হচ্ছে যে, বিয়ের সময় তাঁর স্ত্রী ও জানতেন না যে তিনি এতো বড় মাপের লেখক।

আরো পড়ুনঃ  তরুণ কবি ও লেখক তারিক ইসলাম

 

আরিফ আজাদের বইগুলো

ইতিমধ্যে আরিফ আজাদের ১২ টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশের ধারা অব্যাহত রয়েছে। তিনি একক বইয়ের পাশাপাশি যৌথ বই এ ও লেখালেখি করেন। তাঁর প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়।

 

আরিফ আজাদের বইয়ের তালিকা

০১। প্যারাডক্সিক্যাল সাজিদ
০২। বেলা ফুরাবার আগে
০৩। প্যারাডক্সিক্যাল সাজিদ ২
০৪। জীবন যেখানে যেমন
০৫। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
০৬। এবার ভিন্ন কিছু হোক
০৭। মা, মা, মা এবং বাবা
০৮। নবি জীবনের গল্প
০৯। প্রত্যাবর্তন
১০। আরজ আলী সমীপে
১১। জবাব
১২। গল্পগুলো অন্যরকম

 

প্যারাডক্সিক্যাল সাজিদ

প্যারাডক্সিক্যাল সাজিদ হচ্ছে আরিফ আজাদ এর সবচেয়ে ১ম ও জনপ্রিয় একটি বই। বইটি প্রকাশিত হয়, অমর একুশে বইমেলা ২০১৭ সালে। যেখানে, বইটি বেস্ট সেলার হিসেবে নিবার্চিত হয়েছিলেন। বইটি প্রচ্ছদ মূল্য ২২৫ টাকা এবং প্রচ্ছদের কাজ করেছেন কাজী যুবায়ের মাহমুদ। বইটি গার্ডিয়ান প্রকাশনী থেকে প্রকাশিত হয়।

বেলা ফুরাবার আগে

আরিফ আজাদ এর বেলা ফুরবার আগে বইটি আরেকটি চমক। বইটি প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২০ এ। বইটি লেখক কতৃক সংরক্ষিত। সেসময় একমাত্র পরিবেশক হিসেবে ছিলো মহাকাল স্টল, ৩৮, কনকর্ড এম্পোরিয়াম, নিউ এলিফ্যান্ট রোড, কাটাবন, ঢাকা -১২০৫। Bela Furabar Age Published By Somokalin Prokashon Limited, Dhaka, Bangladesh. বইটির ISBN No 978-984-94844-0-0. বাংলাদেশী টাকায় প্রচ্ছদ মূল্য ২৮৭৳ এবং আর্তজাতিক মুদ্রা ডলার হিসেবে $১৫ মাত্র।

 প্যারাডক্সিক্যাল সাজিদ ২

প্যারাডক্সিক্যাল সাজিদ বইটির জনপ্রিয় পরে সাজিদ হওয়ার স্বপ্ন যেন প্রতিটি যুবকের। পাঠকের অনেক আকুতি ও সাজিদ সম্পর্কে জানার আগ্রহ দেখে আরিফ আজাদ প্যারাডক্সিক্যাল সাজিদ ২ বইটি প্রকাশ করেন। বইটি ১৪ ফর্মার।

 

জীবন যেখানে যেমন

স্বনামধন্য লেখক আরিফ আজাদ এর লেখা বইয়ের তালিকায় আরেকটি অন্যতম বই হচ্ছে জীবন যেখানে যেমন। বইটি পড়লে হৃদয় ছুঁয়ে। বইটি পাঠক সমাজে বেশ জনপ্রিয়।

আরো পড়ুনঃ  ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছেন স্বপ্নবাজ তরুণ সাখাওয়াত হোসেন আদনান



নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- চিরকুটে সাহিত্যINLISO

 কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটিও বেশ জনপ্রিয়। আরিফ আজাদ এর কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি পরবেন। পড়লে আপনাকে ভালো লাগবে ইন শা আল্লাহ। বইটির প্রচ্ছদ মূল্য ৩০০ টাকা, বইটি অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনার এলাকায় সুনামধন্য লাইব্রেরিতে বই টি পাবেন।

 

 এবার ভিন্ন কিছু হোক

এবার ভিন্ন কিছু হোক বইটি বেলা ফুরবার আগে বইয়ের দ্বিতীয় পত্র বলা যায়। জীবন জাগরণ সিরিজ ২ কলমে আরিফ আজাদ। বইটির প্রচ্ছদ মূল্য ৩৪০৳। বইটি অনলাইন প্লাটফর্ম গুলো থেকে সংগ্রহ করতে পারবেন।

 

আরিফ আজাদ এর গল্পগুলো মায়ার বইটি প্রচ্ছদ মূল্য ৩৫০। বইটির লেখক আরিফ আজাদ, মুরসালিম নিলয় (অনুবাদক), আফিফা আবেদীন সাওদা (অনুবাদক), আনিকা তুবা (অনুবাদক)। বইটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *