
আলোর পথিক
শারমিন আক্তার
শিক্ষকতা মহান পেশা সবাই জানে ভাই,
স্বল্প আয়ের শিক্ষকের আজ কোনই যে দাম নাই,
সকল পেশার কারিগর তাই, কারিগরের দাম পায়,
শূন্য হাতে মাস যে তাহার বেজায় কাটা দায়!
পাহাড় সমান অভাব তাহার শুধুই লেগে থাকে,
নিজের স্বপ্ন বলী দিয়ে অন্যের স্বপ্ন আঁকে!
আলোর পথের পথিক হয়ে সদাই ছড়ায় জ্ঞান,
সবার মাঝে জ্ঞান ছাড়ানো এটাই তাহার ধ্যান।
জেনে রেখো, উন্নত একটি সমাজ যদি চাও,
শিক্ষকদের সম্মান তুমি সবার আগে দাও,
দিতে হবে তোমায় তাদের ন্যায্য অধিকার,
সকল পেশার মানুষ তখন বলবে তাদের ,’স্যার’!!