আল্লার দারস্থ
পুষ্পের সৌরভ
বোধহয় মাখলুকের মন বোঝাই বড় দায়!
তবে আল্লার ভাষা বোঝা সহজ, অধিক পরিমাণে সহজলভ্য।
প্রভাতের প্রথম আর্ধে ফজরের ডাকে সাড়া দিও!
সিজদার প্রথম ধ্বনিতেই আল্লা সাড়া দিবেন ।
নির্ঘাত চাওয়া পাওয়া পূর্ণ করিবেন “
মূর্ধন্যে সহস্র ব্যাস্ততার ভীড়ে একজন আল্লাওয়ালা হয়ে তাহার দুয়ারে কপাল ঠুকিও!
তাহার ধ্বনি কানে বাজবে, নির্ঘাত বাজবেই!
অপরাহ্নের পূর্বে আছরের ক্ষনে মুয়াজ্জিন এর সুমধুর চিৎকারে ছুটে যেও।
ধ্বংসের দ্বারপ্রান্তে সমাজ, সে তা দেখছে।
ঘন্টা খানেক পরের ডাকে নির্বিঘ্নে সাড়া দিও!
তাতে হতভাগ্য কমই থাকে।
ফ্লোরে মাথা ঠুকতেই আল্লার সন্ধান মিলবে, আল্লার ভাষা বুঝবে “
ওয়াক্তের সমাপ্তি ঘটাতে দারপ্রান্তে হাজির আরেকটি চিৎকার!
হাইয়া আলাস সালাহ্
তবে এই ডাক আল্লার!
এসো হে মুমিন এসো আমার দুয়ারে।