আশাহত মন
মর্জিনা খাতুন
স্বপ্ন আমার অগাধ ছিলো
আশা শত শত,
দিনের শেষে অদেখা সব
ফেসতে আশা হত।
হৃদয় মাঝে আশার প্রদ্বীপ
বহু চারী রুপ,
পদ্ম ফুলের গন্ধ মেখে
দেই সে যে ডুব।
দীঘির জলের মতো
বইযে নতুন হাওয়া,
আশাহত হৃদয়টাকে
করে বারে বারে ধাওয়া।
দিন শেষে সব ফেসতে গেলো
সকল আয়োজন,
মনের কোণের ঝড় থামেনি
প্রশান্তির বড্ড প্রয়োজন।
নিয়তি বরণ করে
পথ চলা তব,
হৃদয়ের গহীনে যে ব্যথা
কারে বলো কবো?
সে বোঝে তার জালা
আমারে কেবা খোজে,
স্বার্থ হাসিলে সকলেই
কেবা কারে বোঝে।
আরো পড়ুন এবং লেখুনঃ- অনুমতি / দৈনিক চিরকুটে সাহিত্য