বর্তমান সময়ে তরুণ কবি ও লেখকদের মধ্যে ইশতিয়াক আহাম্মেদ একটি পরিচিত নাম। আজকে আমরা কবি ইশতিয়াক আহাম্মেদের সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী জানবো। কবির শিক্ষা জীবন, কর্ম জীবনের পাশাপাশি সাহিত্য জগতে প্রবেশের গল্পটি জানবো।
সংক্ষিপ্ত পরিচিতি
কবি ইশতিয়াক আহাম্মেদের ১১/১০/১৯৮৯ইং টাংগাইল জেলার মির্জাপুরের ঐতিহ্যবাহী ভাবখন্ড গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা প্রকৃত একজন দেশ প্রেমিক মৃত বীর মুক্তিযোদ্ধা ও লেখক আনোয়ার হোসেন, মাতাঃ রেভা বেগম।কবি ইশতিয়াক আহাম্মেদ বাড়ির বড় ছেলে, তারা দুই ভাই।
ইশতিয়াক আহাম্মেদের ছবি
শিক্ষা জীবন
শিশু বেলায় পড়াশোনা ও অক্ষর জ্ঞান ও প্রাথমিক শিক্ষা বাবার সহযোগিতা ও নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমেই সম্পন্ন করেন। ২০০৭ সালে বানাইল উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পাশ করেন এবং ২০০৯ সালে মির্জাপুর ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি কৃতিত্বের সাথে পাশ করেন। তারপর উচ্চ শিক্ষা লাভের জন্য ভর্তি হন করটিয়া সা’দত কলেজে সা’দত কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পুর্ন করেন এবং একই কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। অনাবদ্য জীবন যাপন স্বাধীন ভাবে চলাফেরা ভ্রমন পিপাসু একজন মানুষ,পাহাড় দেখে যে পাহাড়ের প্রেমে পড়ে,সমুদ্র দেখে সমুদ্রের গর্জনে হারিয়ে যায় কল্পনার জগতে,বসন্তের এক প্রকৃতি প্রেমিক, গ্রীস্মের উদাস দুপুরেও যে লিখে যায় নতুন নতুন কাব্যের ভান্ডার।
কর্ম জীবন
শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে ২০১৬ সালে যোগদেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সরকারি ধর্মী একটি প্রতিষ্ঠানে স্টেশন অফিসার হিসেবে কর্মরত আছেন।
সাহিত্য জীবন
ক্লাস নাইনে পড়ুয়া অবস্থায় লেখালেখির হাতে খড়ি, তখন থেকে কবিতা ও গল্প লেখা লিখেন কিন্তুু প্রচার প্রকাশ করা নিয়ে কখনো চিন্তা করেন নাই। ২০২৩ সাল থেকে প্রকাশ করার চিন্তা প্রসার হয়, ইতিমধ্যে কিছু কবিতা যৌথ কাব্যগ্রন্থ “ছোট ছোট দুঃখ কথা”সময়ের সুর, কবি কন্ঠ, কবিতার মেলা আমরাই সেরা” প্রকাশ পেয়েছে।
সাংগঠনিক জীবন
ছাত্র জীবন থেকে সেবা মূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে আছেন,তার নিজ এলাকায় একটা সাহিত্য লাইব্রেরিয়ান নামে একটি লাইব্রেরি গড়ে তুলেন। বিভিন্ন সময় বিভিন্ন মানব সেবায় নিজেকে জড়িয়ে ফেলেন।
পুরস্কার
★ইচ্ছা শক্তি সাহিত্য পুরস্কার ২০২৩ ও
আন্তর্জাতিক পুরস্কার শ্রেষ্ঠ কবি ও লেখক হিসাবে অর্জন করেন কবি সম্মাননা ও ক্রেস্ট।
★সময়ের সুর কবিতা সংকলন ২০২৩- থেকেও লাভ করেন সাহিত্য সম্মাননা ও ক্রেস্ট।
আরো পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে |