
ঈদ মানে
কলমে সাদিয়া আক্তার
ঈদ মানে যে দীপ্ত দিবা
পুলক রাশি রাশি, 
ধনী-গরিব সবার ঘরেই
মিষ্টি মধুর হাসি।
ঈদ মানে যে খুশির রবি
উঠলো দেখো পূবে,
বছর ঘুরে খুশির জোয়ার 
নিয়ে এলো ভবে।
সেমাই, পোলাও সবার ঘরে
হরেক রকম রাঁধে, 
শত্রু-মিত্র সবাই সেদিন 
মিলাই যে কাঁধ কাঁধে।
ঈদ মানে যে মিলনমেলা 
প্রীতির ডোরে বাঁধা, 
সবাই থাকে হাসি-খুশি
দুঃখীও নয় রে কাঁদা।
				



