উপন্যাস বেরঙিন পথে শুরু হলো কথা, পর্ব ৪

উপন্যাস বেরঙিন পথে শুরু হলো কথা, পর্ব ৪
লেখিকা রেবেকা সুলতানা

 

~ হঠাৎ পৃথিবীর বুকে নেমে এলো ভয়ংকর মহামারি।

এ মহামারিতে সবাই ৭ দিনের মাথায় আক্রান্ত হচ্ছে আর ১৪ দিনের মাথায় পৃথিবীর বুকে শেষ ঘুমটা ঘুমিয়ে যাচ্ছে।

এই মহামারি নাম ছিলো কোভিড ১৯।

এ মহামারিটা আতঙ্কের মতো মূহুতের মধ্য ছড়িয়ে পড়লো পূরো বিশ্বে।

কত মানুষ যে মারা গেছে তার হিসাব শুধু মহান আল্লাহতায়ালা ভালো জানেন।

~সবাই খুব সর্তকতার সাথে থাকলে ও ছোঁয়ার জেষ্ঠাতো ভাই মাহিদ কোভিড ১৯ এ আক্রান্ত হয় র্দীঘ ২ মাস কোয়ারেন্টাইন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে

এভাবে শত শত মানুষ আক্রান্ত হয়। অনেকে সুস্থ হয় আবার অনেকে মারা গেছে।

এক পর্যায় কোভিড ১৯ নিয়ন্ত্রণ এ চলে আসে।

নিয়ন্ত্রণ আসার ৬/৭ মাস আগে ঘরে বসে সময় কাটানো ছোঁয়া সেই ফ্রেন্ড রিকুয়েষ্ট টা কি বুঝে একসেপ্ট করে তা ও এক বছর পর।

ছোঁয়ার মনে ছিলো না সে ছেলেটার কথা তবে রিকুয়েষ্ট এর পাশে সময় টা দেখা যায় তাই সময়টা জানা যায়।

°ছোঁয়া মনে মনে ভাবলো…

-ছেলেটার প্রোফাইল দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো একসেপ্ট করে নি।

~এর মধ্য তামিম এর কথা আওয়াজ
পেয়ে ঝটপট তার একাউন্ট লগ আউট করে মোবাইল’টা বিছানায় উপর রেখে তামিম বুঝাে উঠার আগে ছোঁয়া মায়ের কাছে চলে যায়।

°ঘন্টা খানিক পর তামিম তার কাজে বের হয়ে যায়।

-ছোঁয়া ও হাতের কাজ শেষ করে মোবাইল আবার নিয়ে লগ ইন করে কিছুক্ষন সময় কাটিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দেয়।এভাবে সময় কেটে যেতো ছোঁয়ার।

চলবে…

 

আরো পড়ুনঃ  উপন্যাস বেরঙিন পথে শুরু হলো কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *