উপন্যাস বেরঙিন পথে শুরু হলো কথা, পর্ব ৪
লেখিকা রেবেকা সুলতানা
~ হঠাৎ পৃথিবীর বুকে নেমে এলো ভয়ংকর মহামারি।
এ মহামারিতে সবাই ৭ দিনের মাথায় আক্রান্ত হচ্ছে আর ১৪ দিনের মাথায় পৃথিবীর বুকে শেষ ঘুমটা ঘুমিয়ে যাচ্ছে।
এই মহামারি নাম ছিলো কোভিড ১৯।
এ মহামারিটা আতঙ্কের মতো মূহুতের মধ্য ছড়িয়ে পড়লো পূরো বিশ্বে।
কত মানুষ যে মারা গেছে তার হিসাব শুধু মহান আল্লাহতায়ালা ভালো জানেন।
~সবাই খুব সর্তকতার সাথে থাকলে ও ছোঁয়ার জেষ্ঠাতো ভাই মাহিদ কোভিড ১৯ এ আক্রান্ত হয় র্দীঘ ২ মাস কোয়ারেন্টাইন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে
এভাবে শত শত মানুষ আক্রান্ত হয়। অনেকে সুস্থ হয় আবার অনেকে মারা গেছে।
এক পর্যায় কোভিড ১৯ নিয়ন্ত্রণ এ চলে আসে।
নিয়ন্ত্রণ আসার ৬/৭ মাস আগে ঘরে বসে সময় কাটানো ছোঁয়া সেই ফ্রেন্ড রিকুয়েষ্ট টা কি বুঝে একসেপ্ট করে তা ও এক বছর পর।
ছোঁয়ার মনে ছিলো না সে ছেলেটার কথা তবে রিকুয়েষ্ট এর পাশে সময় টা দেখা যায় তাই সময়টা জানা যায়।
°ছোঁয়া মনে মনে ভাবলো…
-ছেলেটার প্রোফাইল দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো একসেপ্ট করে নি।
~এর মধ্য তামিম এর কথা আওয়াজ
পেয়ে ঝটপট তার একাউন্ট লগ আউট করে মোবাইল’টা বিছানায় উপর রেখে তামিম বুঝাে উঠার আগে ছোঁয়া মায়ের কাছে চলে যায়।
°ঘন্টা খানিক পর তামিম তার কাজে বের হয়ে যায়।
-ছোঁয়া ও হাতের কাজ শেষ করে মোবাইল আবার নিয়ে লগ ইন করে কিছুক্ষন সময় কাটিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দেয়।এভাবে সময় কেটে যেতো ছোঁয়ার।
চলবে…