উৎকন্ঠা কলমে ইউসুফ আরমান

উৎকন্ঠা
ইউসুফ আরমান

হাজারো ভাবনা হাজারো উৎকণ্ঠা
অস্থিরতায় কাটে জীবন যাত্রা
হাজারো কষ্টের মাঝে সুখেরই প্রত্যাশা
ডিপ্রেশনে প্রচন্ড মাথা ব্যাথা।

স্ফুলিঙ্গের অমৃত রহস্যময় চেতনা
নকশা আঁকায় আত্ম কথামালা
অবচেতনায় অকৃত্রিম নিরবতা
তিক্ততায় বেহুলা সুরের মূর্ছনা।

হিমেল হাওয়া ছুঁয়ে যাক অন্তরাত্মা
বিষন্নতার ক্লাশে হৃদয়ের শুভ্রতা
বিবর্ণ রঙে হৃদপিণ্ডের ছোঁয়া
ভালবাসা কেবল রক্তচুষা।

লেখক পরিচিতি
ইউসুফ আরমান
দক্ষিণ সাহিত্যিকাপল্লী
বিজিবি স্কুল সংলগ্ন রোড়
পৌরসভা, কক্সবাজার

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  আকাশ নিয়ে কবিতা | হে আকাশ কলমে মুরাদ আল হাসান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *