এই আমিটি কলমে সানজিদা আক্তার নূরি

এই আমিটি
সানজিদা আক্তার নূরি

এই আমিটি বড় হবো,
হবো দেশের আলো।
দেশের জন্য এই আমিটি,
কাজ করবো ভালো।

এই আমিটি বড় হয়ে,
করব দুঃখীর সেবা।
মিথ্যা বিলীন করবো আমি
বাঁধা দিবে কেবা?

এই আমিটি মনের কালি অহঃকার গুলো
দু’পা দিয়ে দলবো।
সুখে দুঃখে পাশাপাশি
এক সাথে চলবো।

এই আমিটি সুখ বিলিয়ে
হাতের সাথে হাত মিলিয়ে
পরকে আপন করবো।
বন্ধু স্বজন শত্রুকেও
বুকে টেনে ধরবো।

এই আমিটি থাকবো তৈরি
দিন কিবা রাতে,
এই আমিটি বড় হয়ে
থাকবো ন্যায়ের সাথে।

এই আমিটি বড় হয়ে
ভালো মানুষ গড়বো।
দেশের সেবা করবো সবাই
জীবন দিয়ে লড়বো।

কবি পরিচিতিঃ সানজিদা আক্তার নূরি, জন্ম গ্রহণ করেন ২১ নভেম্বর ২০০৬ সালে। পিতা মোঃ সাদেক হোসেন এবং মাতা তাসফিয়া সোলতানা লিলি। তিনি বর্তমানে আধুনাগর ইসলামিয়া ফাজিল মাদরাসাই আলিম ১ম বর্ষে পড়াশোনা করছেন।

আরো পড়ুনঃ  পহেলা বৈশাখ নিয়ে কবিতা | বৈশাখের সেরা ১০ টি কবিতা

2 thoughts on “এই আমিটি কলমে সানজিদা আক্তার নূরি”

  1. শেখ মোঃ মাহবুবুর রহমান

    অসাধারণ লেখনী সাহিত্য জগতে আপনার পথ চলা সুদীর্ঘ হোক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *