
একটি অনুতপ্ত রিদয়ের কথা
~ নাজমুন নাহার খান
বছরটা শেষ, সন্ধ্যা নামে,
পাপের খাতা খুলে থামে।
আলো-অন্ধকার পথ চলেছি,
কত ভুলে ভুলে দিন ফুরোইেছি।
নামাজ কত বার গেছে ফাঁকি,
কত রাতে চেয়েছি শুধু মুনাফা-রাকি।
আল্লাহ ডেকেছেন নরম সুরে,
আমি ব্যস্ত ছিলাম দুনিয়ার ঘুরে।
কত চোখে দিয়েছি কষ্ট,
কত কথায় ছড়িয়েছি বিষের রস।
গীবত, অপবাদ, অহঙ্কারে ভরা,
নফসের দাস হয়ে চলেছি সারা।
সুন্দর চোখে দেখিনি মাকে,
অভিমানে কেটেছে পিতার বুকে।
প্রতিদিন কুরআন থেকেছি দূরে,
আর শয়তান নেচেছে মনের ঘরে।
আজ ভাবি, যদি বছর শেষ হয়,
আর নতুন সূর্য না তো হয় জয়।
পাপের বোঝা যদি থেকে যায়,
কবর কি জায়গা দিবে আমাকে ভাই?
এখনো সময়, ফিরে চলো,
আখিরাতের পথে জীবন গড়ো।
তওবা করো, চোখের জল ফেলে,
রহমতের দরজা আজো খোলা মেলে।




