এস.এম আলী সুমনের পরিচিতি ও জীবনী
এস.এম আলী সুমন একজন উদীয়মান তরুণ কবি, লেখক ও সংগঠক। তিনি লেখালেখি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ সহ বিভিন্ন প্লাটফর্মে নিয়মিত লেখছেন। নিম্নে এস.এম আলী সুমনের পরিচিতি ও জীবনী বর্ণনা করা হলো:
এস.এম আলী সুমন (ছবি)
সংক্ষিপ্ত পরিচিতি
চট্টগ্রাম জেলার রাউজান থানার উরকিরচর সওদাগর পাড়া গ্রামে ১৯৮৫ সালের ১২ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মদিনা বেকারী এন্ড সুইটস এর মালিক আব্দুল হাশেম সওদাগর/আয়েশা খাতুনের সন্তান। তিন ভাই চার বোনের মধ্যে উনি চতুর্থ।একবছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০১৬ সালের ৩ মার্চ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন কুমিল্লা দাউদকান্দির ফেরদৌসী রহমানের সাথে। একমাত্র সন্তান সাফওয়ান আলিফ এর জনক।
শিক্ষা জীবন
মৈশকরম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে প্রাথমিকের পাঠ চুকান, ১৯৯৫ সালে ট্যালেন্টপুল সরকারি বৃত্তি পরীক্ষায় ও অংশগ্রহণ করেন, ১৯৯৬ সালে উরকিরচর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ডিভিশন পদ্ধতির শেষ বর্ষ ২০০০ সালে বানিজ্য বিভাগ থেকে দুটি বিষয়ে লেটার মার্ক সহ প্রথম স্থান অধিকার করেন,সঙ্গত কারণে পড়াশোনা একবছর স্থগিত রেখে ২০০১ সালে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে বানিজ্য বিভাগের ছাত্র হিসেবে ভর্তি হন, ২০০৩ সালে উচ্চ মাধ্যমিকের প্রথম গ্রেডিং পদ্ধতির পরীক্ষায় উর্ত্তীণ হন, ২০০৬ সালে বানিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন চট্টগ্রাম নগরীর ওমর গনি এম ই এস কলেজ থেকে, পাশাপাশি প্রাইভেটে কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা করেন চট্টগ্রাম আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে।
কর্ম-জীবন
পারিবারিক বিশাল ব্যবসা থাকলেও স্বাধীন মননের মানুষ নিজে কিছু করার লক্ষে দেশের প্রথম ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত বীমা প্রতিষ্ঠান ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্সে একজন মাঠ কর্মী হিসেবে ২০০০ সালে যোগ দেন ২০০১ সালে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি পান, ২০০৩ সালে শাখা ব্যবস্থাপক হিসেবে আবারো পদোন্নতি পান, ২০০৪ সালে মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর শাখা ব্যবস্থাপক হিসেবে সরাসরি যোগদান করেন, ২০০০ সালে যুক্ত হয়েছিলেন দেশের তখনকার প্রথম সারির এমএলএম কোম্পানি ডেস্টিনির সাথেও,
২০০৭ সালে ভ্রমনের উদ্দেশ্যে পাড়ি জমান মধ্য প্রচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে কিন্তু ভাগ্য বলে কথা.. প্রবাসের মাটিতে কৌতুহলের বসে দেওয়া সাক্ষাৎকার এর কর্মে আটকে গেছেন দীর্ঘ সতেরো বছর, বর্তমানে কর্মরত আছেন সংযুক্ত আরব আমিরাত সরকারের সরকারি একটি প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে, পাশাপাশি যুক্ত আছেন মালয়েশিয়ার একটি এমএলএম কোম্পানি ডিএক্সএন এর স্টার এজেন্ট হিসেবে।
সাংগঠনিক জীবন
তিনি যথাক্রমে ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী আবির্ভাব এর প্রতিষ্ঠাতা সম্পাদক, মাসিক সাহিত্য সাময়িকী সময়ের সুর এর উপদেষ্টা, বৃত্তকলা একাডেমির উপদেষ্টা, ত্রৈমাসিক শিশুতোষ ম্যাগাজিন কিচিরমিচির এর উপদেষ্টা,তরুণ সাহিত্য ম্যাগাজিনের উপদেষ্টা, বিনির্মাণ সাহিত্য পত্রিকার প্রধান উপদেষ্টা, ডাক বাংলা সাহিত্য একাডেমির উপদেষ্টা, বনানী বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা,সামাজিক সংগঠন নতুন প্রতিভার উপদেষ্টা, সঞ্চিতা সাহিত্য সম্ভারের সহ-সভাপতি,রবীন্দ্র সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ নবীন প্রবীন সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাউজান সাহিত্য পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এক্সপো ওয়েলফেয়ার এর সদস্য হিসেবে দায়িত্বরত আছেন, ইতিপূর্বে নিজে প্রতিষ্ঠা করেছিলেন সামাজিক সংগঠন আনন্দ, রাউজান কিশোর কন্ঠ ফাউন্ডেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক,চট্টগ্রাম পত্র লেখক লেখিকা গোষ্ঠীর (পলগ) সাবেক নির্বাহী সদস্য, অভিযাত্রা সমিতির সদস্য সহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক মানবিক অর্থ-নৈতিক সংগঠন এর সাথে যুক্ত থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
আরো কিছু পরিচিত ও জীবনী ★ জনপ্রিয় লেখক আরিফ আজাদের পরিচিতি ও জীবনী ★ অল্প কিছু শব্দে জানুন ফারাজ করিম চৌধুরী’র বিশদ জীবনী |
লেখালেখি
ছোটবেলা থেকেই বাসায় বাবার টেবিলের উপর রাখা দুটি দৈনিক পত্রিকা পড়ায় অভ্যস্থ একসময় নিজেই টুকটাক লেখালেখি শুরু করেন.. প্রথম চিঠিপত্র দিয়ে ২০০৩ সালে দৈনিক আজাদীতে লেখা প্রকাশের মধ্য দিয়ে লেখা লেখির জগতে পদার্পন, পরবর্তীতে চট্টগ্রামের সবকটি পত্রিকায় উনার লেখা প্রবন্ধ,গল্প, ফিচার অভিজ্ঞতা, ভ্রমণ কাহিনি নিয়মিত প্রকাশ পেতে থাকে, ২০০৩ সালে ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন আবির্ভাব এর প্রকাশক সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন,বর্তমানে উনার তিনশতাধিক যৌথ প্রবন্ধ, কবিতা ও গল্পের বই রয়েছে। সম্মাননায় সম্মানিত হয়েছেন বিভিন্ন সংগঠন/ সংস্থা থেকে, উনার সম্পাদনায় সম্প্রতি প্রকাশিত হয়েছে কয়েকটি যৌথকাব্য সংকলন সহ সাহিত্য পত্রিকা, খুব শীঘ্রই আবির্ভাব নামক একক কবিতার বই প্রকাশিত হবে, উনি মূলত প্রবন্ধ গল্প ফিচার লিখলেও ২০২০ সালে কবিতা লেখায় মনোযোগ দিয়ে সুনাম কুড়াচ্ছেন, উনি লেখা লেখির থেকেও পড়তে বেশি ভালোবাসেন বলে জানিয়েছেন,
শখের মধ্যে রয়েছে আড্ডা দেওয়া, ক্রিকেট/ ব্যাডমিন্টন খেলা,সাইকেল রাইড করা,ইউটিউবে ভিডিও দেখা।
এস.এম আলী সুমন (পুরস্কার)
ধর্ম-কর্ম
ধর্মীয় অনুশাসনে যাপিত জীবনে উমরাহ্ করেছেন একবার, দাওয়াতে তাবলীগে সময় দিয়েছেন অসংখ্য বার।