এ তো বৃষ্টি নয় যেন স্মৃতিছন্দ
রেজওয়ানা ইসলাম রিমি
ঝুম বৃষ্টিরা কি আজও আমাদের মতো গল্প বুনে?
যেখানে বারীরা আছড়ে পড়ে তীব্র অভিমানে আর ধুয়ে নিয়ে চলে যায় সকল অভিযোগ।
সময় পেলে জানাবে কিন্তু!
নাহয় কান পেতে থাকবো বৃষ্টির ছন্দে,
তুমি ছাতা ধরে রেখো না কিন্তু আবার ডালিম গাছটায়
জানোই তো ভিজলে বড্ড বেশি সুন্দর দেখায় গাছটাকে!
ঐ যে ঝুল গুলো থেকে টুপটাপ পানির ফোঁটা গুলো পরবে,
জানো, ওগুলো কেমন দেখায়?
ঐ যে, তোমার চঞ্চল চুলের বাড়ন্ত আগা বেয়ে পরা পানি ঝেড়ে ফেলার মতোই!
তবে স্বপ্নরা আজও স্পষ্ট, জানো?
শহরের বোবা বৃষ্টি তারা আজও পছন্দ করেনা।
শহর ছেড়ে একটু দূরে একটু নির্জনে,
ছোট্ট একটা টিনের ঘর,
ঘরের উপর একটা বেগুনি ফুল ওয়ালা নিমগাছ।
বৃষ্টির নিরবিচ্ছিন্ন টুপটাপ শব্দ,তুমি আর আমি!
আরো পড়ুনঃ রসুনের উপকারিতা, অজানা ১০ টি উপকারিতা সম্পর্কে জানুন |
কবি পরিচিতিঃ রেজওয়ানা ইসলাম রিমি। ২০০৬ সালে ১৫ ই নভেম্বর রংপুর শহরের পূর্ব শালবন এ জন্ম। তাঁর পিতাঃ রেজাউল ইসলাম রাজু এবং মাতাঃ সালমা বেগম। তিনি প্রতিভা কিন্টার গার্ডেন স্কুল, রংপুর থেকে প্রাথমিক শিক্ষা ও আর.সি.সি.আই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা এবং বর্তমানে একাদশ শ্রেণিতে একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। লেখালেখির হাতেখড়ি মাধ্যমিক জীবন থেকেই, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে তবে প্রকাশের উদ্দেশ্যে কিংবা নিয়মিত হতে আগ্রহী দশম শ্রেণি হতে। ইতোমধ্যে ইসডোর বুলেটিন,পাতা প্রকাশ এবং মাসিক কুড়ি সাহিত্য পত্রিকা সহ কয়েকটি ম্যাগাজিন এবং ই-বুক প্লাটফর্ম বইটই অ্যাপ এ বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাপাশি উপস্থাপনা, বিতর্ক, আবৃত্তি ও ছবি আঁকতে ভালোবাসেন। নিজের চিন্তা ধারা এবং বাস্তবতার সমন্বয়ে নিজেকে অনেকদূর এগিয়ে নিতে আশাবাদী।